২০১৭ সালে স্থাপিত নারায়গনগঞ্জস্থ চাষাড়া চত্বরে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়নগঞ্জ অবস্থিত । পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স এ দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরাধীন বিভাগীয় শ্রম দপ্তর, নারায়নগঞ্জ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ( সংশোধিত-২০১৩) ও শ্রম বিধিমালা ২০১৫, শিল্প পরিসংখ্যান আইন ১৯৪২ ও বিধিমালা ১৯৬২, অভ্যন্তরীণ নৌযান শ্রমিক ( নিয়োগ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৯২ অনুসরণ পূর্বক শ্রম ব্যবস্থাপনা, শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন, যৌথ দরকষাকষি প্রতিনিধি (সবিএ) নির্ধারণ, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা বা মৃত্যুতে এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ শিল্প ক্ষেত্রে শ্রম বিরোধ নিস্পত্তিতে দ্রুত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে আসছে। ততাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রুপকল্প ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সচেষ্টতার সাথে দায়িত্ব পালন করছে।
শ্রম আইন ও বিধি অনুসরণ পূর্বক এ পর্যন্ত ৫১৪ টি টেড ইউনিয়ন(মালিক ও শ্রমিক) রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে। বর্তমানে কাযকর ৪১৯ টি টেড ইউনিয়নে সর্বমোট ১২২১০৭ (এক লক্ষ বাইশ হাজার এক শত সাত জন মালিক-শ্রমিক-কর্মচারী ট্রেড ইউনিয়নের অধিকার ভোগ করছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরাধীন বিভাগীয় শ্রম দপ্তর, নারায়নগঞ্জ অধিক্ষেত্র ০৭ টি জেলায় বিস্তৃত। উক্ত বিভাগীয় অফিসের আওতাধীন কুমিল্লায় ০১ টি আঞ্চলিক কার্যালয় রয়েছে যার স্ব-স্ব অধিক্ষেত্র নির্ধারিত আছে। কিন্তু আলাদাভাবে কোন উপজেলা ভিত্তিক কার্যালয় নেই। বিভাগীয় শ্রম দপ্তর, নারায়নগঞ্জের আওতাধীন ০৭ টি জেলার সকল উপজেলার শ্রম সংশ্লিষ্ট কার্যক্রম এ দপ্তর নিয়ন্ত্রণ করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS